সন্দ্বীপ চৌধুরী বিদ্যানিকেতনে স্কুল ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত

বাদল রায়/ সন্দ্বীপথেকেঃ
আজ ১৫ জানুয়ারী কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন এর স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্কুল শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের নিয়ে ওয়াস বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সাইফুল আজাদ।রিকল প্রজেক্ট এসডিআই’র আয়োজনে ও অক্সফ্যাম এর সহযোগিতায় আয়োজিত সভায় স্কুল ছাত্র/ছাত্রীদের নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবস্থাপনা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সকলকে সচেতন করায় ছিলো মত বিনিময় সভার মুল উদ্দেশ্য।সভায় বক্তব্য রাখেন মাষ্টার ফরিদুল ইসলাম, এফএফ বাদল রায় স্বাধীন,মাষ্টার শিপ্রা রানী দাস,মাষ্টার তপন চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা স্কূলের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও স্কুলের ছাত্রীদের ঋতুকালীন সময়ে স্যানিটারী ন্যাপকিন মজুদ রাখলে ছাত্রীদের স্কুুলে অনুপস্থিতির হার কমে যাবে বলে মন্তব্য করেন। তাই স্কুল কতৃপক্ষ সেটা মজুদ রাখার প্রস্তাবনা রাখেন।১৪-০১-২০২০ ইং
- « বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নির্বাচিত হলেন সিএমপি কমিশনার
- সন্দ্বীপে গৃহবধু তাহমিনার অস্বাভাবিক মৃত্যু।পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে »