সন্দ্বীপে DEER অন-লাইন প্রশিক্ষণ বিষয়ে সিএসও সদস্যদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাদল রায়/ সন্দ্বীপ প্রতিনিধিঃসন্দ্বীপে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ(এসডিআই) এর ডিয়ার প্রজেক্টের উদ্যোগে অন-লাইন প্রশিক্ষণ বিষয়ে সিএসও সদস্যদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২১ জানুয়ারী।এসডিআই আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন রহমতপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার ইলিয়াস খাঁন।বিশেষ অতিথি ছিলেন আজিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, এসডিআই সন্দ্বীপ অঞ্চলের ব্যবস্থাপক সাইদুর রহমান।রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী অতুল কৃষ্ণ মজুমদারের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বর্ননা করে বক্তব্য রাখেন প্রকল্পে ট্রেনিং এ্যাসিসটেন্ট আব্দুর রহিম রাহি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রেসক্লাব সম্পাদক ইলিয়াস কামাল বাবু, আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার বিষ্ণুপদ রায়, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন, আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মাষ্টার ফজলুল করিম বাবুল, আহসান জামিল টেকনিক্যাল এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান, সিবিও সভাপতি পারভীন বেগম,ইয়ুথ গ্রুপ সদস্য সীমা বেগম ও রাহেনা বেগম।বক্তারা বলেন অনলাইন প্রশিক্ষনের মধ্য দিয়ে তরুনরা এখন পরিত্যাক্ত জিনিস দিয়ে বিভিন্ন শো-পিস তৈরি ও নকশী কাঁথা তৈরি, বিভিন্ন ধরনের পোষাক তৈরি সহ,আধুনিক প্রযুক্তিতে গবাদি পশু পালন সহ নানান রকম কাজ শিখছে। এছাড়াও চাকরির খবর সংগ্রহ, চাকরির আবেদন ও যুব নেটওয়ার্কিং গঠনে তারা এখন অনেক সক্রিয়। এছাড়াও তারা এখন বিভিন্ন ট্যাকনিকেল জ্ঞানে সমৃদ্ধ হয়ে বিদেশে দক্ষ কর্মী হয়ে সফলতার স্বাক্ষর রাখতে পারবে। তাই এ প্রকল্পের আরো প্রসার ঘটানো দরকার। ২০-০১-২০২০ ইং।
- « অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪ তম জন্ম বার্ষিকী পালন
- মাত্র কয়েক লাখ টাকায় বেঁচে যাবে ফুটফুটে শিশুটি। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসতে সবার প্রতি আকুল আবেদন বাবার »