সন্দ্বীপে শিশুর মেধা বিকাশে অবদানের স্বীকৃতি স্বরুপ সন্মাননা পেলো ৫ সংবাদিক

বাদল রায় সন্দ্বীপ প্রতিনিধিঃসন্দ্বীপে এম হোসাইন ট্রাষ্ট ফান্ড কতৃক চলমান এম.হোসাইন শিশু মেধাবৃত্তি প্রদান ও পথচলার ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে শিশুর মেধা বিকাশে অবদানের জন্য ৫ জন সাংবাদিককে সন্মাননা প্রদান করেছে এম.হোসাইন ট্রাষ্ট। আজ ১৮ জানুয়ারী কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যাদের এ সন্মাননা প্রদান করা হয়েছে তারা হলেন সাংবাদিক যথাক্রমে রহিম মোহাম্মদ,ইলিয়াস কামাল বাবু, বাদল রায় স্বাধীন, সাইফুল ইসলাম ইনসাফ সুফিয়ান মানিক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধী চাকমা।বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাঈন উদ্দীন, উত্তর সন্দ্বীপ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,বৃত্তির পৃষ্ঠপোষক মোশারফ হোসাইন জসিম,গাছুয়া একে একাডেমীর প্রধান শিক্ষক আমিন রসুল খান।সভায় বক্তারা দীর্ঘ ১৫ বছর সন্দ্বীপের সংবাদ কর্মীদের ব্যবস্থাপনায় এই বৃত্তি বিতর্কহীন ভাবে চলমান থাকায় সংশ্লিষ্ট সকলকে সন্মাননা প্রদানের সিদ্ধান্ত কাজের পরিধীকে আরো বেগবান করবে বলে মন্তব্য করেন। এবং ভবিষৎ-ওনারা শিক্ষা বিস্তারে বা মেধা বিকাশে আরো নতুন নতুন পরিকল্পনা গ্রহন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।১৮-০১-২০২০ ইং।
- « উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়া কথা থাকলেও স্ত্রীর পার্সপোটের অপেক্ষার প্রহর গুনতে গুনতে ডুলাহাজারা কলেজের অধ্যাপক হুমায়ুনের মৃত্যু
- সন্দ্বীপে এম হোসাইন শিশু মেধাবৃত্তি প্রদান ও ১৫ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন »