সন্দ্বীপে নিরাপদ পানি পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যভ্যাস বিষয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

রিকল ২০২১ প্রজেক্ট এস ডি আই এর উদ্যোগে কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতনের ছাত্র/ছাত্রীদের নিয়ে নিরাপদ পানি,পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যভ্যাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক স্কুল ভিত্তিক রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্টিত হয়। রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সকল অংশগ্রহনকারীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার বিতরনী সভায় উপস্হিত ছিলেন বিদ্যানিকেতনের শিকাষক যথাক্রমে মাষ্টার হারুনুর রশিদ, মাষ্টার সোহানুর রহমান, মাষ্টার কাজি বেলায়েত, মাষ্টার ফরিদ, অফিস সহকারি তপন মজুমদার রিকল প্রজেক্টের ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীন ও অন্যান্য শিক্ষক বৃন্দ। পুরস্কার বিতরনী সভায় বক্তারা বলেন নিরাপদ পানি, নিরাপদ পায়খানা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে এ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র/ছাত্রীরা নিজেরা সচেতন হবে এবং তাদের পরিবারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করবে। ফলে রোগব্যাধী কম হবে এবং পারিবারিক খরচ কমিয়ে আসবে এবং নিঃরোগ সুস্থ জীবন উপভোগে সহায়ক হবে। তাই রিকলের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

- « ‘হ্যাপি অস্ট্রেলিয়া ডে’ ২৬শে জানুয়ারী
- সন্দ্বীপ কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত »