সন্দ্বীপে নিউ ফ্রেন্ডস ইউনিটির শিক্ষা উপকরন বিতরন

বাদল রায়/ সন্দ্বীপ প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
এই স্লোগান কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও নিউ ফ্রেন্ডস ইউনিটির পক্ষ হতে মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়,জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়, রহমতপুর উচ্চ বিদ্যালয় ও মুছাপুর মাহমুদিয়া মাদ্রাসা সহ মোট চারটি প্রতিষ্ঠানে ২৫০ জন মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরন করেছে।স্ব-স্ব বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে যথাক্রমে মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আবু তাহের।
রহমতপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান বেলাল।এছাড়াও শিক্ষা উপকরণ বিতরনের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় গুলোর সহকারী শিক্ষকবৃন্দ, নিউ ফ্রেন্ডস ইউনিটির উপদেষ্টা আবুল খায়ের রাজিব, কপিল উদ্দীন,সোহেল মাহমুদ, কার্যকরী পরিষদের সভাপতি রিয়াদ হোসেন,সহ সভাপতি শাওন, সাধারন সম্পাদক বদরুদ্দোজা পিয়াস,যুগ্ন সম্পাদক আবদুর রহিম রাহি, ওমর ফারুক,আবদুল কাদের, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তথ্য সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।উল্লেখ্য যে ২৫০ জন শিক্ষার্থীকে কলম,খাতা,কাগজ,বই,জ্যামিতি বক্স সহ বিভিন্ন উপকরন সহায়তা প্রদান করেছে। উপকরন বিতরনের সময় বক্তারা বলেন সমাজ মনস্ক কিছু যুবকের সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ এই উপকরন বিতরন। তারা নিজেদের উপার্জিত অর্থ ব্যয় করে সমাজ সেবামুলক যে সমস্ত কার্যক্রম করে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।২০-০১-২০২০ ইং।
- « কাবা শরিফে নির্মিত হচ্ছে ৬২ বৃহদাকার ছাতা
- ডার্লিং হারবারে অপরিচিত বাচ্চার ঠোঁটে চুম্বন করায় ভারতীয় গ্রেফতার »