সন্দ্বীপে দাভোস দিবস উপলক্ষে নারীর কাজের ঝুঁকি হৃাসের জন্য জনসচেতনতা মুলক পথ নাটক

বাদল রায় স্বাধীন/ সন্দ্বীপ প্রতিনিধিঃ সন্দ্বীপে দাভোস দিবস উদযাপন উপলক্ষে নারীর কাজের ঝুঁকি হৃাস ও কাজের মুল্যায়নে সচেতনতা মুলক পথ নাটক করেছে এসডিআই রিকল প্রজেক্ট।মুছাপুর পুর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ ২২ জানুয়ারী বিকাল ৩ টায় এ পথ নাটকের উদ্বোধন করেন ইউপি সদস্য আব্দুল আলিম প্রকাশ আলীম মেম্বার।রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী অতুল কৃষ্ণ মজুমদার উক্ত পথ নাটকের লক্ষ্য উদ্দেশ্য বর্ননা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীন। উল্লেখ্য যে দাভোস সপ্তাহটি পালন করার মুল উদ্দেশ্য হচ্ছে অসমতার বিরুদ্ধে লড়াই করা। ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান কমিয়ে দারিদ্রতার অবসান ঘটাতে নীতিগত সমাধানের পাশাপাশি প্রয়োজন বিশ্বের বিভিন্ন দেশ গুলিতে স্পষ্টরুপে দাবী তোলা।প্রতিবছর জানুয়ারীতে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক নেতারা সুইজার ল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে জরো হয়। তাই এ সপ্তাহটিকে দাভোস সপ্তাহ বলা হয়। এ দিবসের আরো উদ্দেশ্য হচ্ছে ঝুঁকিপুর্ন কাজে নারীদের যাতে পুরুষরা সহযোগিতা করে সে বিষয়ে সচেতন করা। কারন নারীরা ১৮ ঘন্টা পর্যন্ত কাজ করে আর পুরুষরা মাত্র ৮ ঘন্টা কাজ করে। কিন্তু নারীদের শ্রমকে অর্থনৈতিক মানদন্ডে মাপা হয়না বলে মানুষ বলে তার স্ত্রী কোন কাজ করেনা। অথচ স্ত্রীর কাজটি করাতে হলে ঐ ব্যক্তি ৫ জন চাকরানী রাখতে হবে যা তার আয়ের প্রায় পাঁচগুন বেশী। আর তখন বুঝতে পারে নারিরা সত্যিকারে অনেক বেশী কাজ করে। তাই নারীদের কাজে সহযোগিতা করা এখন পুরুষদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ২২-০১-২০২০ ইং।
- « উৎসর্গের আয়োজনে নাজিরহাট কলেজে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন
- আমিরাতে রাস্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত »