সন্দ্বীপে ওয়ার্ড স্যানিটেশন টাস্কফোর্স এর সভা অনুষ্ঠিত

বাদল রায় সন্দ্বীপ প্রতিনিধিঃ
সন্দ্বীপ উপজেলার ৪ টি ইউনিয়নের ১৪ টি ওয়ার্ডে স্যানিটেশন টাস্কফোর্স গঠন করে সে এলাকার স্যানিটেশন অবস্থার উন্নয়ন ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই। তার জন্য অপেক্ষাকৃত স্বাস্থ্য ও স্যানিটেশন ঝুঁকিতে রয়েছে এমন এলাকাগুলোকে চিহৃিত করেছে ২০১৭ সালে।
এবং প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করে প্রতি তিনমাস পরপর এই কমিটির সভা পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ১৫ জানুয়ারী আজিমপুর ৫ নং ওয়ার্ড স্যানিটেশন টাস্কফোর্স এর সভা অনুষ্ঠিত হয় দ্বীপ সিবিও অফিসে। সভায় উপস্থিত ছিলেন আজিমপুর ইউপি সদস্য মোঃ কাসেম, মোঃ সফিকুল মাওলা, রিকল প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর বাদল রায় স্বাধীন, ইইউসিএসও প্রকল্পের স্বেচ্ছাসেবক ওমর ফারুক, সিজেআর প্রকল্পের একাউন্স অফিসার সম্পদ চক্রবর্তী ও ওমেন ওয়াস প্লাটফর্ম এর সদস্যবৃন্দ।সভায় বক্তারা উক্ত এলাকার নিরাপদ পানীয় জ্বলের ব্যবস্থা নিশ্চিত করে পুকুরের পানি দিয়ে রান্না বন্ধ করা,নিরাপদ স্যানিটারী ল্যাট্রিন স্থাপন করে স্বচ্ছ নির্মল ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং পরিবেশ দুষন হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য একটি পরিকল্পনা প্রনয়ন করে তা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। এবং ওয়াস সিচুয়েশন এ্যানালাইসিস করে স্যানিটেশন অবস্থার উন্নয়ন ঘটানোর সিদ্ধান্ত নেন।১৫-০১-২০২০ ইং
- « “শীতবস্ত্র বিতরন কর্মসূচী-২০২০” ১ম পর্ব সম্পন্ন করলো দূরবীন পরিবার
- গাম্বিয়ার মামলার অন্তর্বর্তী আদেশ ২৩ জানুয়ারি »