সদ্যজাত মানব শিশুর জীবন রক্ষা করল ক্ষুধার্ত কুকুর।
Monday, November 30, 2020

ক্ষুধার্থ কুকুর ৩ দিনের দুধের শিশুকে ডাস্টবিন থেকে তুলে বাঁচালেন।
এই কুকুরটি। খাবারের খোঁজ করতে করতে হঠাৎ খুঁজে পায় ৩ দিনের এক সদ্যজাত শিশুর দেহ। কাটা ছিল না নাভির নাড়িও। প্রচন্ড ক্ষুধার্ত কুকুরটি শিশুর দেহটি দেখতে পেয়েই তড়িঘড়ি মুখে তুলে নেয়। মুখে তুলেই বুঝতে পারে, ব্যাপারটা সুবিধার নয়। শিশুটির শ্বাস তখনও চলছিল।
এই মনে করে শিশুটিকে মুখে তুলে নিয়ে একটি বাড়ির দরজার সামনে গিয়ে রাখে, এরপর খুব চিৎকার শুরু করে সে।কুকুরের চিৎকার শুনেই বাড়ির মালিক দরজা খুলতেই দেখে একটি সদ্যজাত শিশু শুয়ে রয়েছে। মৃতপ্রায় শিশুটিকে পুণর্জন্ম দিয়।
নিজে ক্ষুধার্ত হলেও, দুধের শিশুটির দেহে একটি দাঁতের কামড়ও বসায়নি সে। কুকুরের উদারপনা মানসিকতার পরিচয় বারে বারে পাওয়া যায়। এই ঘটনাটি ফের প্রমাণ করল, কুকুর মানুষের আসল ‘বন্ধু’।
Categories:স্বাধীনকণ্ঠ বাংলাদেশ
Tags:
- « খোরশেদ আলম সুজনের মত বিচক্ষণ ব্যক্তিকে প্রশাসক হিসেবে পাওয়া চট্টগ্রামবাসীর সৌভাগ্য- ব্যারিস্টার নওফেল এমপি।
- চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৬তম জন্মদিন আজ। »