সড়ক দুর্ঘটনায় মারা গেলেন হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী কার্টুনিস্ট
Monday, October 4, 2021

হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখানকার স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।
ওই খবরে বলা হয়েছে যে মি. ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সেই সময় একটি ট্রাকের সাথে গাড়িটির সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে পুলিশের দু’জন কর্মকর্তাও নিহত হন। আর আহত হন ট্রাকটির ড্রাইভার।
পচাত্তর বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকির পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশী নিরাপত্তা দেয়া হত।
রবিবারের এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। তবে ভিকসের সঙ্গী স্টকহোম থেকে প্রকাশিত ডাগেন নাইটার পত্রিকার কাছে খবরটি নিশ্চিত করেছেন।
সুত্র :বিবিসি বাংলা
Categories:আন্তর্জাতিক
Tags:
- « নিউ সাউথ ওয়েলস -এর সদ্য সাবেক প্রিমিয়ার কি পার্লামেন্ট থেকেও পদত্যাগ করছেন??
- ৭০% কোভিড ভ্যাক্সিনেশনের মাইলফলক অর্জনের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে নিউ সাউথ ওয়েলস »