সংকটকে কাজে লাগিয়ে কীভাবে ক্ষমতা সংহত করছেন ইউরোপের কয়েকজন নেতা

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের মধ্যে অভিযোগ উঠছে ইউরোপের কিছু নেতা এই স্বাস্থ্য সংকটকে ভিন্নমত দমন এবং নিজেদের ক্ষমতাকে সংহত করার জন্য কাজে লাগাচ্ছেন।
তুরস্ক এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম পোস্ট দেবার কারণে শত শত লোককে গ্রেফতার করেছে।রাশিয়ায় লোকজনকে হুমকি দেয়া হচ্ছে ভুয়া খবর বা ফেইক নিউজ বলে বিবেচিত হতে পারে এমন যে কোন কিছুর জন্য শাস্তি হিসেবে কারাদণ্ড দেয়া হতে পারে।পোল্যান্ডকে নিয়ে ইতোমধ্যেই ভয় তৈরি হয়েছে যে সেখানে গণতন্ত্র বানচাল হবার পথে, আর হাঙ্গেরিতে গণতন্ত্র এখন কার্যত নেই হয়ে গেছে।ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নিয়েছেন বিবিসির বেশ ক’জন সাংবাদিক।

তুরস্ক: এরদোয়ানের জন্য ‘সুবর্ণ সুযোগ’
বিবিসির অরলা গেরিন লিখছেন, তুরস্কের মানবাধিকার আন্দোলনকারীরা মনে করেন মি. এরদোয়ানের হাতে এখনই এত ক্ষমতা রয়েছে যে তার আরো ক্ষমতার জন্য করোনাভাইরাস সংকট ব্যবহারের দরকার নেই।
সূত্রঃ বিবিসি নিউজ।

- « আক্রান্ত রোগী সুস্থ হলে তাদের রক্ত দিয়ে কোভিড-১৯ এর চিকিৎসার পরিকল্পনা
- নতুন ৪৩৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৯ জনের »