শিশু মাইসাকে নির্যাতন করা সেই সৎ মা পুলিশের হাতে গ্রেফতার।
Thursday, August 27, 2020

চট্রগ্রাম পটিয়া রসিদাবাদ শোভনদন্ডী ইউনিয়ন রশিদাবাদ গ্রামে নিষ্পাপ শিশু কন্যাকে পিটিয়ে পুরো শরীর তেতলে দেয় সৎ মা,মাথা ফাঁটিয়ে দেয়,ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে মরিচের গুরা ছিটিয়ে দেয় সৎ (মা)।
স্বামী নির্যাতনের প্রতিবাদ করলে ৭ লাখ টাকার কাবিন আদায় করার হুমকি দেন।
উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানা হলে সেই সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
অভিযোগটি তদন্তের মাধ্যমে পুলিশ সেই সৎ মাকে গ্রেফতার করে।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « বৃহত্তর চট্টগ্রামে ডিসেম্বরে হতে পারে পৌরসভা নির্বাচন।
- ছুটি বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ৩ অক্টোবর পর্যন্ত। »
2 replies on “শিশু মাইসাকে নির্যাতন করা সেই সৎ মা পুলিশের হাতে গ্রেফতার।”
আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম।তবে ছোট্ট মেয়ে শিশু মাঈসার নিরাপত্তার জন্য আপনারা সাংবাদিকগণসহ হওয়া সবাইকে সজাগ থাকা জরুরী।
এনং এই ডাইনি মহিলার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম।তবে ছোট্ট মেয়ে শিশু মাঈসার নিরাপত্তার জন্য আপনারা সাংবাদিকগণসহ সবাইকে সজাগ থাকা জরুরী।
এনং এই ডাইনি মহিলার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।