শিক্ষার্থী করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা হল সিডনির একটি স্কুল
Saturday, October 31, 2020

সিডনির পশ্চিমে একটি স্কুলে একজন শিক্ষার্থী করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় নিবিড় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর উদ্দেশ্যে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
মালেক ফাহাদ ইসলামিক স্কুলের অধ্যক্ষ হক্সটন পার্ক ক্যাম্পাসের স্টাফ এবং শিক্ষার্থীদের আইসোলেশনে থাকার আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি কারো মধ্যে কোন ধরনের লক্ষণ দেখা গেলে দ্রুত টেস্ট করার অনুরোধ জানিয়েছেন।স্কুলের অন্য দুটি ক্যাম্পাস সংক্রমণ মুক্ত রয়েছে।

Tags:
- « তুরস্ক-গ্রিসে ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬।
- শিশু শায়ানকে বাঁচাতে এগিয়ে আসুন, শায়ানকে বাঁচাতে আপনাদের সহায়তার প্রয়োজন। »