শহীদ স্মৃতিস্তম্ভ বিতর্কে প্রতিবাদকারীদের মানববন্ধন ৬ মার্চ লাকেম্বায়
Thursday, March 4, 2021

শহীদ স্মৃতিস্তম্ভ বিতর্ক যেনো থামছেই না। এবারে মানববন্ধন করার ঘোষনা দিয়েছেন প্রতিবাদকারীরা। আগামী ৬ মার্চ বিকেল ৩ টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। লাকেম্বার রেলওয়ে প্যারেডে এই মানববন্ধন যোগ দেয়ার জন্য আগ্রহীদের প্রতি আমন্ত্রন জানানো হয়েছে।

উল্লেখ্য গত কিছুদিন ধরের অস্ট্রেলিয়ার বাংলাদেশীদের মধ্যে বেলমোরের একটি পার্কে কাউন্সিলের সহযোগীতায় করা একটি মনুমেন্ট নিয়ে বিতর্ক দেখা দেয়। একটি পক্ষ এটিকে বিকৃত কাজ বলেছেন। তারা এটিকে অপছন্দ করেই ক্ষ্যান্ত দেননি। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। এর অংশ হিসেবে গত মঙ্গলবার লাকেম্বায় তারা আলোচনা সভা করেন। আর এর একদিন পরে নতুন এই কর্মসূচির কথা ঘোষনা করা হলো। জানা গেছে, নতুন এই মানববন্ধন থেকে শহীদ স্মৃতিস্তম্ভ বিতর্কের অবসানকল্পে কিছু প্রস্তাবনা রাখা হতে পারে।

Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « কি হচ্ছে লাকেম্বায় ৬ মার্চ ?
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের ইন্তেকাল, সিরাজগঞ্জে প্রথম জানাযা অনুষ্ঠিত। »