শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে
Saturday, January 18, 2020

সূধী,আসসালামুআলাইকুম, আগামী ১৯শে জানুয়ারি স্বাধীনতার ঘোষক,বহূদলীয় রাজনীতির প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকী ।এ দিনকে স্বরনীয় করতে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে । একই সাথে অস্ট্রেলিয়াতে ভয়াবহ বুশফায়ার এর ক্ষতিগ্রস্থদের জন্য ফান্ড সংগ্রহের উদ্যগ গ্রহন করা হয়েছে।
আপনারা সকলে আমন্ত্রিত।
তারিখঃ-১৯ই জানুয়ারি ২০২০রবিবার বিকেল ৬টা-রাত১০টাল্যাকেম্বা বনফুল রেষ্ট্রুরেন্ট(দোতলা)আমন্ত্রনে: জিয়া ফোরাম অস্ট্রেলিয়া.
Categories:অস্ট্রেলিয়া
Tags: