শতকোটি ডলার জরিমানার মুখে পড়তে পারেন জ্যাক মা!
Friday, March 12, 2021

অনলাইন মার্কেটপ্লেস আলিবাবা ডট কম এর মালিক বিখ্যাত চীনা ধনকুবের জ্যাক মা প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের জরিমানার মুখোমুখি হতে পারেন।
আলিবাবার বিরুদ্ধে দেশের বাণিজ্যে একাধিপত্য বিস্তার করে একচেটিয়া ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে। এর আগে, ২০১৫ সালে চিপ নির্মাতা সংস্থা কোয়ালকমের বিরুদ্ধেও এমনই অভিযোগ এনেছিল চীন।

উল্লেখ্য, গত অক্টোবরে একটি বক্তৃতায় চীনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন জ্যাক মা।
দেশের শিল্পক্ষেত্রে শি জিনপিং সরকারের নাক গলানোর সমালোচনা করেছিলেন তিনি। তারপর থেকেই তার বিরুদ্ধে সরকারের আচরণ দেশের বাকি ব্যবসায়ীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে।

Categories:আন্তর্জাতিক
Tags:
- « চীনকে কোণঠাসা করতে জাপান ভারত আর যুক্তরাষ্ট্রের সাথে একজোট হচ্ছে অস্ট্রেলিয়া।
- পর্যটন নির্ভর অর্থনীতি চাঙ্গা করতে অভ্যন্তরীণ বিমান ভাড়া কমিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া »