[wpusb]
লেবানন থেকে ৭১ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাহিনী।
Thursday, August 13, 2020

গত ৪ আগস্টে মুহুর্তের বিস্ফোরণে কেঁপে উঠে লেবাননের রাজধানী বৈরুত। এতে প্রাণ হারায় ২শ’র বেশি মানুষ, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।
এই বিস্ফোরণ নিজ চোখে দেখেছেন সারাবিশ্ব। সেই সুবাদে সেখানে কর্মরত বাঙালিরা সেই বিস্ফোরণের অভিজ্ঞতা নিয়েছেন।বিস্ফোরণের পর থেকেই বিক্ষোভে উত্তাল বৈরুত।
এই পরিস্থিতির মধ্যে দেশে ফিরতে পেরে খুশি প্রবাসী এই শ্রমিকরা।সাড়ে ১৩ টন ত্রাণ সহায়তার পর বিমানবাহিনীর ফ্লাইটটিতে করে সকাল সাড়ে ৭টার দিকে দেশে ফেরেন এসব শ্রমিক।
ত্রাণ সহায়তার ফলে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলেও জানায় তারা।
Categories:স্বাধীনকণ্ঠ বাংলাদেশ
Tags:
- « ২০২০ সালে অস্ট্রেলিয়ার সেরা ৩০ উদ্ভাবনী প্রকৌশলীর মধ্যে বাংলাদেশের নিতু।
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন বড় কর্মকর্তা পরিচয় দেওয়া ভুয়া কর্নেল বিমানবন্দরে আটক। »