লিবারেল পার্টি ওয়াটসনের ফেডারেল কমিটিতে বাংলাদেশীদের জয়জয়কার
Sunday, May 2, 2021

গত ২২ এপ্রিল হয়ে গেলো সরকারীদল লিবারেল পার্টির ওয়াটসন এলাকার ইলেক্টরেট কমিটির এজিএম৷ সেখানে ১২ টি পদের ৭ টিতেই বাংলাদেশীদের বিজয় হয়েছে৷

নোমান মাসুম হয়েছেন ভাইস প্রেসিডেন্ট পলিসি৷ এছাড়া মোহাম্মাদ জামান টিটু হয়েছেন সাধারণ সম্পাদক৷ এছাড়া বিভিন্ন পদে ফারহানা লিজা,শারমিন চৌধুরী, সাজেদা আক্তার,সেলিনা আক্তার ও রায়হান মুনশি নির্বাচিত হয়েছেন৷

বেলমোরের ক্যান্টারবুরী লীগ ক্লাবে অনুষ্ঠিত এজিএম এ সভাপতি নির্বাচিত হন জোসেফ তানুস ৷
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « সিএমপি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম’র যৌথ উদ্দ্যোগে ত্রাণ বিতরণ
- পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতার তৃণমূলের ক্ষমতায় আসার আভাস। »