লাকসামে এক সাথে পাচঁ সন্তানের জন্ম দিলেন একজন মা।
Wednesday, August 12, 2020

লাকসাম জেনারেল হাসপাতালে একজন গর্ভবতী মহিলা তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাচঁ সন্তানের জন্মদেন।
খবর নিয়ে জানা গেল ওই মহিলার বাড়ি লাকসাম উপজেলার উওরদা ইউনিয়নের পোলইয়া ইকবাল নগর এলাকায়।
খবরটি নিশ্চিত করেছেন লাকসাম জেনারেল
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক
মোঃ রুহুল আমিন।
খবরটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এক নজর দেখার জন্য হাসপাতালে উৎসুক জনতা ভীড় জমান।
মা ও সন্তান সুস্থ আছেন। সকলের কাছে মা ও তার সন্তানদের জন্য দোয়া ছেয়েছেন।
Categories:নিজস্ব প্রতিবেদক
Tags:
- « করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
- ২০২০ সালে অস্ট্রেলিয়ার সেরা ৩০ উদ্ভাবনী প্রকৌশলীর মধ্যে বাংলাদেশের নিতু। »