লন্ডনের পথে তামিম ইকবাল।

চিকিৎসার জন্য লন্ডনের পথে তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী আজ বলেছেন, ‘লন্ডনের হার্লি স্ট্রিটে একজন ডাক্তারকে দেখাতে যাচ্ছেন তামিম। তার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে। ভ্রমণের জন্য এটি এখন বাধ্যতামুলক।’
চিকিৎসার উদ্দেশ্যে আজ শনিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার পেটের পীড়া দেখা দিয়েছে, যেটি ক্রমেই বেড়ে চলেছে। মাঝমধ্যে এটি সহ্যের মাত্রাও ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতিতে লন্ডনের হার্লি স্ট্রিটের একজন অন্ত্রবিদ চিকিৎসককে দেখাবেন তামিম।
লন্ডনে পৌছানোর পর পর ডাক্তার দেখাতে পারবেন না তামিম।নিয়ম অনুযায়ী তাকে বাধ্যতামুলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর তিনি চলাফেরার অনুমতি পাবেন। তার অর্থ ইংল্যান্ডে পৌছানোর পর তামিমের চিকিৎসা শুরু হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
- « ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ডক্টর রইসউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন।
- সরকারি জবকিপার সহায়তার আওতায় সিডনির অভিজাত স্কুলসমূহ »