[wpusb]
লকডাউন বা সাধারণ ছুটি নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ালে কঠোর ব্যবস্থা।
Monday, March 22, 2021

করোনাভাইরাস মহামারির মধ্যে সাধারণ ছুটি নিয়ে বিভ্রান্তিকর কোনো খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার।
ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি ভিডিও শেয়ার করে এমন গুজব ছড়ানোর বিষয়টি দেখে আজ সোমবার এক তথ্যবিবরণীতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
এতে বলা হয়, ‘গত বছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরোনো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
Tags:
- « এবারের হজ পালনে জারি করা হয়েছে যেসকল নিয়মাবলী
- চসিকে প্যানেল মেয়র নির্বাচিত হলেন লিটন-গিয়াস-আফরোজা »