লকডাউনের পরও গনপরিবহন বন্ধ রাখার পরামর্শ।
Friday, April 23, 2021

লকডাউন শেষ হওয়ার পরও গনপরিবহন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটির সভায় তারা এই পরামর্শ দেন।
এছাড়া করোনার সংক্রমণ রোধে লকডাউন শেষে গণপরিবহনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, রিসোর্ট, সমুদ্রসৈকত বন্ধ রাখা এবং গণজমায়েতের অনুমতি না দিতে সরকারকে পরামর্শ দেয়া হয়েছে।
সভায় লকডাউনের সময় বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা না হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা।
Tags:
- « বাংলাদেশী বংশোদ্ভূত কিশোয়ারের বাংলাদেশী রান্নায় মুগ্ধ অস্ট্রেলিয়া।
- আগামী রবিবার থেকে দোকানপাট ও শপিংমল খোলা। »