র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি করা হয়েছে।
Tuesday, November 10, 2020

আলোচিত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি।সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে যোগাযোগ করা হলে সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলির বিষয়ে সারোয়ার আলম বলেন, নতুন দায়িত্বে যেন সফল হতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবে তো অনেক দিন হয়ে গেল। এটি নিয়মিত বদলিই।
সারোয়ার আলম ২০১৫ সাল থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন। এছাড়াও গেল পাঁচ বছরে অনেক অনিয়ম-প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিশেষ করে ভেজাল খাদ্য ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Tags:
- « জমজ দুই সন্তান ফেলে,বাবার বাড়িতে চলে গেছেন মা।
- মানবাধিকার পুরস্কার পাচ্ছে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল »