রেমিট্যান্স আহরণে ২০২০ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান হবে অষ্টম: বিশ্বব্যাংক।
Sunday, November 1, 2020

রেমিট্যান্স প্রবাহে ২০২০ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম জানিয়েছে বিশ্বব্যাংক।প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) প্রবাহের ক্ষেত্রে ২০২০ সালে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম হবে বলে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে।শুক্রবার ওয়াশিংটন সদর দপ্তর থেকে ‘কোভিড-১৯ ক্রাইসিস থ্রো মাইগ্রেশন লেন্স’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
বিশ্বব্যাংক বলেছে, ২০২০ সালে সামগ্রিকভাবে বিশ্বে রেমিট্যান্স কমবে সাত শতাংশ।
তবে, মোট দেশজ উৎপাদনের (জিডিপির) অনুপাতে বাংলাদেশ রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ। যা জিডিপির ছয় দশমিক দুই শতাংশ। এক্ষেত্রে প্রথমে রয়েছে নেপাল (২৩ শতাংশ), দ্বিতীয়তে পাকিস্তান (নয় দশমিক এক শতাংশ) এবং তৃতীয়তে শ্রীলংকা (আট দশমিক দুই শতাংশ)।
Tags:
- « শিশু শায়ানকে বাঁচাতে এগিয়ে আসুন, শায়ানকে বাঁচাতে আপনাদের সহায়তার প্রয়োজন।
- সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডের ছোট কুমিরা বাজার সংলগ্ন একটি ছড়ার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। »