রাস্তায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪।

গতকাল (শনিবার) রাতে চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানার ব্যস্ততম অক্সিজেন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।রাস্তায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
রোববার (৩০ আগস্ট) মধ্যম শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সিএমপির সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার।
আটককৃতরা হলেন- বাদশা মিয়া, মো. জাবেদ, মো. রবিন ও মো. ইব্রাহীম। এঘটনার আরেক আসামি মো. শফি পলাতক রয়েছেন।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আশিকুর রহমান বলেন, এক নারী তার স্বামীসহ রৌফাবাদ এলাকা থেকে ওয়াপদা গেইটে কাজ শেষ করে ফেরার পথে অক্সিজেন আলপনা ক্লাবের সামনে থেকে সন্ত্রাসী শফি তাদের পথরোধ করে। পরে শফি তার পরিচিত অন্য আসামিদের নিয়ে স্বামী-স্ত্রীকে সিএনজি অটোরিকশায় তুলে শহীদ নগর সালমা কলোনীতে নিয়ে যায়।
জানা যায়, গতকাল রাত দুইটার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে অক্সিজেন মোড় এলাকায় সালামা কলোনিতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এসময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিরা সবাই অক্সিজেন মোড় এলাকায় সিএনজি অটোরিকশাচালক। ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আশিকুর রহমান জানান, ভুক্তভোগী ওই নারী পোশাক শ্রমিক। তাঁর স্বামী দোকানে কাজ করেন। গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন।
- « সিডনির ১টি পাবকে কোভিড-১৯ নিরাপদ বিধিমালা ভঙ্গ করার জন্য ১০,০০০ ডলার জরিমানা করা হয়েছে
- পটিয়া বাইপাস সড়কের ট্রাকের ধাক্কায় আরোহী মামাতো-ফুফাতো ভাই নিহত। »