রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে রাশিয়া। বিশেষ সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (২ মার্চ) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বলা হয়েছে, রাশিয়ার বিরোধী দলীয় নেতা এলেক্সেই নাভালনির ওপর বিষপ্রয়োগ করেছে দেশটির সরকার। এজন্যই গণতন্ত্র রক্ষার্থে এ পদক্ষেপ নেবে মার্কিনীরা।

গত আগস্টে সাইবেরিয়া যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তখন বিশেষ ব্যবস্থায় তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা দাবি করেন, নাভালনিকে বিষ খাওয়ানো হয়েছিল। তবে রাশিয়া এ দাবিকে বরাবরই উড়িয়ে দিয়ে আসছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নির্দিষ্ট কিছু ব্যক্তি এ নিষেধাজ্ঞার লক্ষ্য হতে যাচ্ছেন। তবে বিশেষ সূত্র তাদের নাম প্রকাশ করেনি। তবে রাশিয়ায় যাওয়া বৈদেশিক সহায়তা মার্কিনীরা বন্ধ করবে না। পণ্য রপ্তানির ক্ষেত্রে লাইসেন্স প্রদান বিষয়ে কড়াকড়ি হবে।
সুত্রঃ রয়টার্স
- « বিপুল ভোটে চান্দগাঁও আ/এ কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জোবায়ের হাসান চৌধুরী।
- আধিপত্য বিস্তার নিয়ে চমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, ভাঙচুর। »