রাইলি মেরেডিথ; অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন গতি দানব
Thursday, July 23, 2020

প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক যেকোনো সংস্করণে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের ভরসা মাত্র এই দুই জন। তাই অজি দলের গতি বাড়াতে আসছে ২৪বছর বয়সী রাইলি মেরেডিথ। এই প্রথম জাতীয় দলের জন্য ডাক পেয়েছেন তিনি।
বেশ জোরেই বল করতে পারেন মেরেডিথ। ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে নিয়মিত বল করতে পারেন তিনি। এছাড়া বাউন্সের পাশাপাশি দেরিতে সুইং আদায় করতে পারেন এই পেসার।
সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া মেরেডিথের গুড লেংথে পড়া এক বলের গতি ও লেট সুইংয়ে বিভ্রান্ত হয়ে মার্কাস স্টয়নিসের মাথায় আঘাত পাওয়ার ভিডিও বেশ ভাইরাল হয়।
দেখা যাক চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন কি না মেরেডিথ।
Categories:খেলা
Tags:
- « মানবতার সেবায় ” আমরা মোহরাবাসি”।
- ৪ শিক্ষার্থী কভিড-১৯ পজিটিভ হওয়ায় বন্ধ হল পশ্চিম সিডনির তিনটি স্কুলের দরজা »