যৌথ এক প্রকল্প সম্পন্ন করলো অস্ট্রেলিয়া রোটারী ক্লাব ও চট্রগ্রাম রোটারী ক্লাব অব রয়েলস।
Monday, August 17, 2020

অস্ট্রেলিয়া ও চট্রগ্রামের এই দুই সংগঠন যৌথভাবে গরিবদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যে করেন।
অস্ট্রেলিয়া ও চট্রগ্রামের এই দুই সংগঠন যৌথভাবে আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর সিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এলাকায় প্রায় ৩০০ গরীব অসহায় পরিবার এর মাঝে চাল,ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করে।

সিকদারপাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও রোটারী ক্লাব অব অব রয়েলস যৌথভাবে প্রকল্পটি সম্পন্ন করেন। সিকদার পাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ও রোটারি ক্লাব অফ রয়েলস এর অর্থ সম্পাদক রোটারিয়ান আবসার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অনেক সসম্মানিত ব্যক্তি উপস্থিত ছিলেন।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « এতিম শিশুদের জন্য খাবার পাঠালেন মাশরাফি।
- ভিক্টোরিয়া-নিউ সাউথ ওয়েলস সীমান্ত বন্ধ করছে অস্ট্রেলিয়া »