যুক্তরাজ্যে প্রথম করোনায় মারা যাওয়া নার্স পাকিস্তানের নাগরিক
Saturday, April 4, 2020

যুক্তরাজ্যে আরিমা নাসরিন নামে পাকিস্তানি বংশোদ্ভূত একজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নার্স মারা যাওয়ার ঘটনা এটি প্রথম। গত ১ বছর ধরে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস হাসপাতালে নার্সের কাজ করে আসছিলেন আরিমা নাসরিন। সম্প্রতি হাসপাতালটিতে করোনা শনাক্ত রোগীদের সেবা দিচ্ছিলেন তিনি।১৩ মার্চ নাসরিনের করোনার লক্ষণ শনাক্ত হয়। শ্বাসকষ্টের কারণে প্রথমে ওই নার্সকে ভেন্টিলেটরে নেয়া হয়। সেখানে শরীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে স্থানান্তরিত করার পর ওই নার্সের মৃত্যু হয়।০৪-০৪-২০২০ ইং সূত্রঃ ইন্টারনেট।
Categories:আন্তর্জাতিক
Tags: