মোহরা মুজিব সৈনিক এর কার্যালয়ে “মক্তব” চালু।

আজ সোমবার ১৪/০৯/২০২০ ইং সুবিধাবঞ্চিত শিশুদের কুরআন শিক্ষা দেওয়ার জন্য মোহরা মুজিব চত্বরে অবস্থিত মুজিব সৈনিকের কার্যালয়ে মক্তব চালু করেছে মুজিব সৈনিক সংগঠন। মক্তবে পড়তে আসা সকল শিশুদের কায়দা, কুরআন, শিক্ষকের বেতন সহ সকল খরচ বহন করবে সংগঠনটি।

এই বিষয়ে মুজিব সৈনিকের সভাপতি আসফাক হোসাইন খান বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পেলেও কুরআন শিক্ষা সহ ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়। একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ধর্মীয় শিক্ষা বা মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই উদ্যোগ।
মক্তব উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মুজিব সৈনিকের সহ সভাপতি তারিকুল ইসলাম তানিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, দপ্তর সম্পাদক মোঃ রুবেল হোসেন। উদ্বোধন শেষে মক্তবের শিক্ষক জানআলী হাট স্টেশন জামে মসজিদের খতিব আল্লামা নুর হোছাইন নুরী মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সহ প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, প্রয়াত সাংসদ মইন উদ্দিন খান বাদলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
- « সিটি নির্বাচন করতে হবে,মেয়াদ শেষের হবার ৯০ দিন আগে।
- ১৭ই সেপ্টেম্বর কুয়েতে সংসদ সদস্য পাপলুর বিচার শুরু। »