মেলবোর্নে শেষ হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লকডাউন
Monday, October 18, 2021

অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর মেলবোর্নে ৬ বারে দেয়া ২৬২ দিনের লকডাউনের অবশেষে সমাপ্তি ঘটছে। বলা হচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লকডাউনের ঘটনা।

গতকাল রবিবার লকডাউন প্রত্যাহার করে দেয়া ঘোষণায় ভিক্টোরিয়া রাজ্যের ( রাজধানী মেলবোর্ন) প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রিউ বলেন, আজ মেলবোর্নের বাসিন্দাদের জন্য আনন্দের দিন। কারণ বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে লকডাউন নেই, কোনো বিধিনিষেধ নেই। তারা বাড়ির বাইরে যেতে পারবে। শহরটির বাসিন্দাদের করোনার ডাবল ডোজ ভ্যাক্সিন দেয়ার হার ৭০ শতাংশে পৌঁছার পর এমন ঘোষণা দেয়া হলো।

Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « ৮০ শতাংশ ডাবল ডোজ টিকা প্রদানের মাইলফলকে পৌঁছেছে নিউ সাউথ ওয়েলস!নতুন স্বাধীনতা বিষয়ে আপনার যা জানা প্রয়োজন
- সৌদি আরবে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা অস্ট্রেলিয়ান কোম্পানির »