মেলবোর্নে লকডাউন প্রতিবাদকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।
Saturday, September 19, 2020

মেলবোর্নে টানা তৃতীয় সপ্তাহ লকডাউনবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে পুলিশ ক্র্যাকডাউন হিসাবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রায় ১০০ জন বিক্ষোভকারী এলস্টার্নউইক পার্কে যাওয়ার আগে রাজ্য গ্রন্থাগারে এসে জড়ো হয়েছিল।
Categories:আন্তর্জাতিক
Tags:
- « বাদ জোহর মাদরাসা মাঠে আল্লামা শফীর জানাজা।
- ক্যাম্বেলটাউন লোকাল বিজনেস এডওয়ার্ড(২০২০) এ ভূষিত হলো সেঞ্চুরি ২১ প্রোপার্টি কেয়ার। »