মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার প্রথম দিকেই জো বাইডেন কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল এবং চাইল্ডহুড অ্যারাইভাল প্রোগ্রাম পুনরায় চালু করবেন বলে জানিয়েছেন বাইডেনের উপদেষ্টা সাইমন স্যান্ডারস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্ব দরবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য ক্ষমতা গ্রহণের প্রথম দিনই নির্বাহী আদেশে ট্রাম্পের সব ভ্রান্ত নীতি ও সিদ্ধান্ত বাতিল করবেন জো বাইডেন।

গত চার বছরে দেশ ও জাতির জন্য অমর্যাদাকর ট্রাম্পের সব ধরনের ভ্রান্ত নীতি বাতিল করে ওবামা প্রশাসনের সময় প্রতিষ্ঠিত নীতি ও নির্দেশিকা পুনরায় প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের প্রথম দিনই নির্বাহী আদেশে রাজনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য পুনঃপ্রতিষ্ঠা করে ট্রাম্পের সঙ্গে পার্থক্যটা বুঝিয়ে দিতে চান বাইডেন।
- « অস্ট্রেলিয়ায় শিশু পর্নোগ্রাফির দায়ে তিন বাংলাদেশী যুবক গ্রেফতার।
- রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। »