মিয়ানমারে অভ্যুত্থান ইস্যুতে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
Wednesday, February 3, 2021

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় এক জরুরি বৈঠকের বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল সোমবার নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের বিষয়টি অনুমোদন দেন। আজ মঙ্গলবার এ বৈঠকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ও সুইজারল্যান্ডের কূটনীতিক ক্রিস্টিন শ্রেনার বার্গেনার পরিস্থিতি নিয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
গতকাল সোমবার মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রিয় ক্ষমতা দখল করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চি ও মিয়ানমারের প্রেসিডেন্টকে আটক করা হয়েছে। এছাড়া আরো কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকেও আটক করা হয়েছে।
এ ঘটনা আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি গত বছরের নভেম্বরে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তবে সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।
Categories:আন্তর্জাতিক
Tags:
- « চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক পদ থেকে বিদায় নিলেন খোরশেদ আলম সুজন।
- ভারত পাকিস্তানসহ ২০ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা »