মিয়ানমারে সামরিক শাসন বিরোধী প্রতীক হয়ে উঠেছে “থ্রি ফিংগার্স “

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের রাজপথে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত আছে।লাল রঙের পোশাকে মাথায় লাল ফিতা বেঁধে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের রাজপথে সাধারণ বিক্ষোভকারীরা জোরালো প্রতিবাদ অব্যাহত রেখেছেন। লাল রং এনএলডির প্রতীক হিসেবে পরিচিত। স্লোগান দেওয়ার সময় বিক্ষোভকারীরা হাতের তিন আঙুল উঁচিয়ে ধরছিল। মিয়ানমারে এই তিন আঙুল কিংবা ‘থ্রি ফিঙ্গারস’ সামরিক সরকারবিরোধী প্রতীক হয়ে উঠেছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। তারা অং সান সু চিসহ এনএলডির শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবি জানায়।
সামরিক বাহিনী জানিয়েছে, ‘আগামী এক বছর মিয়ানমারে জরুরি অবস্থা চলবে।এরপর গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তারা’। তবে মিয়ানমারের জনগণ সেনাবাহিনীর এই প্রতিশ্রুতি বিশ্বাস করছে না।

- « ইরান পরমাণু চুক্তির প্রতি চীন-ইউরোপীয় ইউনিয়ন এর পূর্ণ সমর্থন।
- ২০২৩ সালের মধ্যে চাদেঁ পা রাখার ঘোষনা দিল তুরস্ক »