[wpusb]
মাহমুদউল্লাহ রিয়াদের পরে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুমিনুল হক।
Tuesday, November 10, 2020

স্ত্রী সহ করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
মাহমুদউল্লাহ রিয়াদের পরে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুমিনুল হক। তার কোভিড-১৯ এ আক্রান্তের খবরের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ বিশ্বাস। আসন্ন টি-টোয়েন্টি কাপে তার খেলা নিয়ে শঙ্কা। আক্রান্ত হয়েছেন মুমিনুলের স্ত্রীও।
উপসর্গ দেখা দেওয়ায় সোমবার (৯ নভেম্বর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মুমিনুল। মঙ্গলবার (১০ নভেম্বর) ফলাফলে তার করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। বিসিবির চিকিৎসক মুমিনুলের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
Tags:
- « এপ্রিলের মধ্যেই বন্ধ হচ্ছে দেশে সচল সব ধরনের অবৈধ মোবাইল ফোনঃবিটিআরসি।
- এক দিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। »