মারা গেলেন বিখ্যাত মোবাইল ফোন ও ইলেকট্রনিক পন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং এর চেয়ারম্যান লি কুন হি।
Sunday, October 25, 2020

দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় সময় রোববার লির মৃত্যু হয়েছে। এ সময় তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন লি।
১৯৩৮ সালে লির বাবা লি বিয়ং চুল স্যামসাং গ্রুপ প্রতিষ্ঠা করেন। লি ছিলেন তার বাবা-মায়ের তৃতীয় সন্তান। তিনি ১৯৬৮ সালে পারিবারিক ব্যবসায়ে যোগ দেন। ১৯৮৭ সালে তার বাবার মৃত্যুর পর তিনি স্যামসাংয়ের চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত হন। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, তিনি দক্ষিণ কোরিয়ার অন্যতম ধনকুবের। তার মোট সম্পদের পরিমান ২১ বিলিয়ন ডলার।
Tags:
- « করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ।
- রাসুল ( সা:) ব্যঙ্গ চিত্র বানিয়ে ফ্রান্সের বিভিন্ন দেয়ালে প্রদর্শন : ফ্রান্সের সব পণ্য বয়কট করল কুয়েত। »