মানব বন্ধনে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের উপর হামলা : মামলায় বাঁশখালীর পৌর মেয়র সহ ২৬ জন আসামী ;৪ জন গ্রেপ্তার
Tuesday, August 25, 2020

বঙ্গবন্ধুর হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই মুক্তিযোদ্ধা ডা:আলী আশ্রাফ গত ২৬শে জুলাই মৃত্যুবরণ করেন।তাকে গার্ড ওফ অনার না দেওয়া নিয়ে বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সাথে মুক্তিযোদ্ধাদের বিরোধ তৈরি হয়।গার্ড ওফ অনার না দেওয়ার প্রতিবাদে আজ সোমবার নগরীর প্রেসক্লাবের সামনে এক প্রতিকাদ সভার আয়োজন করা হয়।এতে অংশগ্রহন করেন মুক্তিযোদ্ধা ও এর অঙ্গ সংগঠন।এই সময় চট্টগ্রাম -১৬ আসনের সংসদ সদস্যের অনুসারী বাঁশখালীর পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী নেতৃত্বে ৩০ থেকে৩৫ জনের একটি গ্রুপ মিছিল সহ মানব বন্ধনকারীদের উপর হামলা করে।ঐ হামলায় মুক্তিযোদ্ধাসহ কয়েক জন গুরুতর আহত হয়।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « কনের গায়ে হলুদ, বন্ধুদের নিয়ে বাইক শোভাযাত্রা
- পুলিশি নির্যাতনে উখিয়ার ওসি সহ ৪পুলিশের বিরুদ্ধে আদালতের এজাহার। তদন্ত করার জন্য পিবিআইকে আদলতের নির্দেশ। »