মাত্র কয়েক লাখ টাকায় বেঁচে যাবে ফুটফুটে শিশুটি। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসতে সবার প্রতি আকুল আবেদন বাবার

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ফুটফুটে শিশু অসহায় বাবা সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান ব্যক্তির কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। উপজেলার ইউনিয়নের শিবগঞ্জ গ্রামের অত্যন্ত দরিদ্র রেজাউল করিম রাসেল এই অসহায় বাবা ।তার সাড়ে দশ মাস বয়সের একমাত্র শিশুপুত্র আদিলের জন্মের চার দিনের মাথায় পয়নালী ফেটে যাওয়ায় শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।পরে চিকিৎসকরা দুটি অপারেশন করে পেট ছিদ্র করে পাইপের মাধ্যমে শিশুটির পায়খানা ব্যবস্থা করে দেন। গত ১৮ ডিসেম্বর অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে আবারো ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয় এ অবস্থায় অপারেশনের চার দিনের মাথায় পেটের ভেতর সেলাই ফেটে যায়। বর্তমানে শিশুটির ঢাকা শিশু হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর বেডে চিকিৎসারত রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত রেজাউল করিম রাসেল ধার-কর্জ করে সন্তানের চিকিৎসার পেছনে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন শিশুটির সুস্থতার জন্য আরও অনেক টাকার প্রয়োজন। কিন্তু সে সাধয় তার পরিবারের নেই এমনিতে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই তিনি সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা অনুরোধ করেছেন।রেজাউল করিম রাসেল বলেন- আমি একটি কোম্পানিতে ছোট একটা চাকরি করি এই অবস্থায় ধার-কর্জ করে প্রায় ৫ লাখ টাকা সন্তানের পেছনে খরচ করে ফেলেছি। কিন্তু সন্তানকে সুস্থ করতে আরও অনেক টাকার প্রয়োজন আল্লাহ জানে সন্তানকে বাঁচাতে পারবো কিনা তবে সবার সাহায্য পেলে আমার শিশুটি সুস্থ হয়ে যাবে।স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন- এই ঘটনাটি খুব বেদনাদায়ক জন্মের চার দিনের মাথায় শিশুটির পয়নালী ফেটে যায় শিশুটির বাবা খুব গরীব। সন্তানের চিকিৎসা করাতে ও শিশুটিকে সম্পূর্ণ সুস্থ করতে আরও অনেক টাকার প্রয়োজন তাই সমাজের বিত্তশালীদের সহযোগিতা কামনা করছি। সাহায্য করতেঃ বিকাশ পার্সোনালঃ ০১৭১০-১৯০৬২১।
- « সন্দ্বীপে DEER অন-লাইন প্রশিক্ষণ বিষয়ে সিএসও সদস্যদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
- ই-পাসপোর্টের ফলে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী »