ক্রিসমাসের পূর্বে আভ্যন্তরব ভ্রমণের উপর বিধিনিষেধ তুলে নিতে তাগাদা দিচ্ছে অস্ট্রেলিয়ার ব্রিটিশ কাউন্সিল যাতে করে অস্ট্রেলিয়ার অর্থনীতি আরও বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে রক্ষা পায়।
নতুন এক গবেষণায় দেখা গেছে যে, বিমান চলাচল বন্ধ থাকায় অস্ট্রেলিয়ার অর্থনীতি প্রতিদিন ৩১৯ মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে।
জাতীয় মন্ত্রী সভায় গ্রীষ্মে আভ্যন্তরীণ সীমানা গুলো পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা না করলে ৩৪,০০০ হাজার কর্মী চাকরি হারাতে পারে বলে সতর্ক করেছে নিয়োগকর্তারা।
যোগাযোগ ব্যবস্থা পুনরায় উন্মুক্ত করে দেওয়া হলে তা ক্রিসমাসের উৎসবকালীন সময়ে অর্থনীতিতে ৩.৩ বিলিয়ন ডলার যোগ করবে বলে আশা করা হচ্ছে।