ভিক্টোরিয়ায় রেকর্ড ৪১ জনের মৃত্যু হয়েছে।
Monday, August 31, 2020

ভিক্টোরিয়ায় করোনা ভাইরাসে নতুন করে ৪১জন এর প্রাণহানির খবর পাওয়া গেছে।
যার মধ্যে ২২জন এর মৃত্যু ঘটে ২৭অগাস্ট এর মধ্যকার সপ্তাহতে।

সেই সাথে রাজ্যটিতে নতুন ভাবে ৭৩জনের করোনা শনাক্ত হয়েছে।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « পটিয়া বাইপাস সড়কের ট্রাকের ধাক্কায় আরোহী মামাতো-ফুফাতো ভাই নিহত।
- ঋতু বদলের সাথে সাথে মেলবোর্নের সৈকত গুলোতে পর্যটকদের ভীড়। »