ভিক্টোরিয়ার কোভিড-১৯ সংখ্যা আবার বেড়েছে ১১৪ টি, ১১ জন মারা গেছে।
Sunday, August 30, 2020

ভিক্টোরিয়ার কভিড -১৯ নম্বর আবার বেড়েছে, গত ২৪ ঘন্টা রাজ্যে ১১৪ টি নতুন সংক্রমণ এবং ১১ জন মারা গেছে।

রাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তর টুইটারে গত ২৪ ঘন্টা রেকর্ড সংখ্যক সংক্রমণ বলে ঘোষণা করেছে।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « মেলবোর্নে করোনা সংক্রমণের ক্ষেত্রে পুরো জনগোষ্ঠীকে সন্দেহের তালিকায় রাখার ক্ষেত্রে পুলিশের যে দৃষ্টিভঙ্গি তার পিছনে শক্ত কোনো মেডিক্যাল এভিডেন্স নেই।
- পবিত্র আশুরা আজ। »