ভিক্টোরিয়ায় দুই ভারতীয় তরুনকে ভাসিয়ে নিয়ে গেলো সমুদ্র
Sunday, December 27, 2020

তরুন দুই বন্ধু৷ সমুদ্রে গিয়েছিলেন৷ মজা করছিলেন৷ একের পর ছবি পোস্ট করেছেন৷ এমনই এক ছবি পোস্ট করার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচন্ড এক ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে যায় নিরুদ্দেশে৷ আর তাদেত হদিস পাওয়া যায়নি৷ দুই ভারতীয় অস্ট্রেলিয়ান এর নাম অনুপম চাবড়া,ও আশু দুজ্ঞাল৷ অবশ্য পরবর্তী ২৪ ঘন্টায় হেলিকপ্টারে ও বোটে করে বিশাল সার্চ মিশনের পরে তাদের বডি উদ্ধার করা হয়৷

Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « চলন্ত বাসে ধর্ষণচেষ্টা,নিজেকে রক্ষা করতে বাস থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত।
- এমপি পাপুলের আত্মীয় -পরিজনের ৬১৭ একাউন্ট ফ্রিজ। »