ভারী বৃষ্টিপাতে সিডনির জনজীবন বিপর্যস্ত।

টর্নেডো ও ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর বেশ কয়েকটি এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কতৃপক্ষ। শনিবার বন্যার পানি বাড়তে থাকায় বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।কতৃপক্ষ সিডনির বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের বাসিন্দারা এবারের মার্চে রেকর্ড বৃষ্টিপাত দেখেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার আড়াই কোটি জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশই এনএসডব্লিউতে বাস করে। রাজ্যটিতে এ দফার বৃষ্টি চলতি সপ্তাহের শেষ পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকালের দিকে সিডনির অন্যতম পানি সরবরাহকেন্দ্র ওয়ারাগাম্বা বাঁধ থেকে পানি উপচে পড়া শুরু হয়।এই পানি বৃষ্টির কারণে স্ফীত নদীর সঙ্গে মিশে যেতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এই অতি বৃষ্টির ফলে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানা গেছে।
সুত্র : এবিসি নিউজ
- « সৌদি পুরুষদের বাংলাদেশীসহ চার দেশের নারী বিয়ে করতে সৌদি সরকারের মানা
- সিডনিতে নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘হারমনি ডে’ পালিত »