ব্রিসবেনে এক প্রবীণ ব্যক্তির ঘরের সিলিং ভেঙ্গে পড়ল বিশালাকার দুই পাইথন
Tuesday, September 1, 2020

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিসবেন শহরের বাসিন্দা ডেভিড টেইট অনেকটা চমকে উঠেছিলেন যখন তার ঘরের সিলিং ভেঙ্গে ২টি দৈত্যাকৃতির পাইথন নীচে পড়ে।

সাপ ধরায় পারদর্শী স্টিভেন ব্রাউন জানান সাপ দুটি পুরুষ প্রজাতির এবং তারা একটি মাদি পাইথনের জন্য পরস্পরের সাথে লড়ছিল। মিঃ ব্রাউন বলেন, “তিনি ওই ঘরে যাওয়ার আগ পর্যন্ত জানতেন না সাপ গুলো কোন প্রজাতির।”

মিঃ ব্রাউনের ভাষায় ২.৮ মিটার দৈর্ঘ্য এবং প্রায় ২২কেজি ওজন এর সাপ গুলো তার দেখা এই প্রজাতির সবচেয়ে বড় সাপ। উনি ধারণা করছেন যেই মাদি সাপটির জন্য তারা লড়াই করছিল সেটি মিঃ টেইট এর ঘরের আশেপাশে কোথাও লুকিয়ে আছে।

মিঃ ব্রাউন রান্না ঘর এবং বেডরুমে সাপ দুটিকে দেখতে পান এবং তাদের বস্তাবন্দী করে নিকটবর্তী জঙ্গলে ছেঁড়ে দেওয়ার ব্যবস্থা করেন।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
- ত্রিশ বছর পর চরম মন্দার মুখে পড়েছে অষ্ট্রেলিয়া। »