ব্রিসবেনের শহরতলিতে সহিংস হত্যাকাণ্ডের ঘটনায় কম্যুনিটিতে শোকের ছায়া
Thursday, February 20, 2020

ব্রিসবেনের মা হান্না বাক্সার তার তিন ছোট বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন, যখন তার স্বামী তার পরিবারকে পেট্রলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

বুধবার সকালে ক্যাম্প হিলের রাভেন স্ট্রিটে জ্বলন্ত গাড়িতে তিন থেকে ছয় বছরের লায়ানাহ, আলিয়াহ এবং ট্রে মারা যায়।বুধবার সন্ধ্যায় হাসপাতালে মারা গেছেন মিসেস বাক্সটার (৩১), আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রোয়ান বাক্সটারও ঘটনাস্থলে ছুরি দিয়ে আত্মহত্যা করেন৷ রাজ্যের প্রিমিয়ার আন্নাস্টাসিয়া প্যালাস্কজুক বলেছেন, বুধবার ব্রিসবেনের শহরতলিতে যে ট্র্যাজেডির ঘটনা ঘটেছে , তাতে সবাই হতভম্ব ।প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, পরিবারটি “নির্দয়ভাবে হত্যা করা হয়েছে” যা দেখে দেশের মানুষ হতবাক৷ ২০-০২-২০২০ ইং
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « ব্রিটেনে কাজের সুযোগ পাবেন না স্বল্প দক্ষ শ্রমিকরা
- চ.বিতে অস্বাস্থ্যকর মুরগী দিয়ে চলছে সোহরাওয়ার্দী ক্যান্টিন »