ব্যাংকস্টাউনে হয়ে গেলো ভালবাসার বাংলাদেশ মেলা
Sunday, February 16, 2020

ব্যাংকস্টাউনে সফলভাবে সমাপ্ত হলো ভালবাসার বাংলাদেশ মেলা৷ সিডনিতে ভালবাসা দিবস উপলক্ষে গত শনিবার এই মেলা অনুষ্ঠিত হয়৷ মেলায় প্রধান আকর্ষণ ছিলো জনপ্রিয় শিল্পী শুভ্র দেব এর উপস্থিতি৷ আয়োজন করেছিল ব্রান্ডিং বাংলাদেশ ইন করপোরেশন৷


মেলায় কাউন্সিলরদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতা ও সুধিজনরা৷ মেলার দিন বিকেল থেকেই প্রচুর লোকসমাগম হতে থাকে৷ ছিলো বাংলাদেশের বিভিন্ন স্টল ও বাহারী সব খাবারের আয়োজন৷ শেষ বিকেলে বর্ষা এসে মেলায় কিছুটা বিঘ্ন ঘটালেও সেই বাধা উপেক্ষা করেই মানুষ বাড়তে থাকে৷ এর পরে শুভ্র দেব তার কন্ঠের যাদুতে মাতিয়ে রাখেন দর্শকদের৷ স্টেজের সামনেই নেচে গেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় ভালবাসাপাগল মানুষদের৷
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « বিগ বস সিজন ১৩ রিয়েলিটি শো – ২০২০,চ্যাম্পিয়ন হলো অভিনেতা সিদ্ধার্থ শুক্লা
- লাকেম্বায় ঐতিহ্যবাহী মেজবান আয়োজন সম্পন্ন »