বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ১২৯ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭৬ যুক্তরাজ্যে ৩০

যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে নিউ ইয়র্কে। তাদের মধ্যে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক এমপি, মুক্তিযুদ্ধের সংগঠকসহ গুরুত্বপূর্ণ অনেকেই। কারনাভাইরাসে আক্রান্ত হয়ে যাঁরা মারা গেছেন, তাদের মধ্যে আছেন মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সাইফুল আজাদ, হাফেজ রুবেল, তামিনা ইসলাম খান, বাচ্চু মিয়া, মো. আজাদুর রহমান, তোফায়েল আহমদ, বাবুল মিয়া (ব্রুকলিন), মাওলানা ইসহাক মিয়া, বাবুল মিয়া প্রমুখ।বাংলাদেশে মৃতর সংখ্যা ১২।

বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অধিক বাংলাদেশি মারা গেছেন। যুক্তরাজ্যে মৃত বাংলাদেশির সংখ্যা ৩০ জন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তাদের একটি বড় অংশই লন্ডনের বাসিন্দা।

সৌদি আরবে মারা গেছেন ৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত দুজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। কাতারের এই সংখ্যা দুই। দেশটিতে মারাই গেছেন এই দুইজন।এছাড়াও স্পেন, সিঙ্গাপুর, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন। ০৬-০৪-২০২০ ইং
- « বাংলাদেশেকে কি ইতালি, ফ্রন্স, ও অন্যান্য দেশের মত রূপে দেখতে হবে?
- করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে »