[wpusb]
বিমানে অভ্যন্তরীণ রুটে শতভাগ যাত্রী পরিবহন করা হবেঃ বিবেচক
Sunday, September 13, 2020

করোনার কারণে অভ্যন্তরীণ রুটের সাথে বিমান চলাচল এক রকম বন্ধই হয়ে গিয়েছিল।সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কিছুটা স্বাভাবিক হলেও আজ থেকে কিছুটা শিথিল করা হয়েছে।।
গতকাল শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার মার্শাল মফিদুর রহমান গনমাধ্যমকে বলেন,রবিবার থেকে অভ্যন্তরীন রুটে বিমানে যাত্রী কিছুটা শিথিল করা হয়েছে।করোনার কারণে যে বিধি নিষেধ ছিল তাও তুলে নেওয়া হয়েছে।তবে যাত্রীদের অবশ্যই ফেস গার্ড ব্যবহার করতে হবে।তিনি আরও বলেন,বিমানের ভেতরের সামনে ও পিছনের দুটি সারির আসনগুলো খালি রাখতে হবে।অবশিষ্ট সবকটি আসনে যাত্রী পরিবহন করা যাবে।
Categories:স্বাধীনকণ্ঠ বাংলাদেশ
Tags:
- « জাতিসংঘের শান্তি মিশনে আবারও প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ।
- নাঙ্গলকোটে বেড়ে গেছে সীমাহীন চুরি »