[wpusb]
বিপ টেস্টে সব ক্রিকেটারের চেয়ে বেশি নম্বর সাকিবের।
Wednesday, November 11, 2020

নিষেধাজ্ঞা শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে দেশের অন্য সব ক্রিকেটারের মত ফিটনেস টেস্ট দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সে টেস্টে চমক দেখিয়েছেন । বিপ টেস্টে সব ক্রিকেটারের চেয়ে বেশি নম্বর পেয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলকে যাচ্ছেন তিনি।
বুধবার সকালে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপ টেস্ট দেন সাকিব। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও তার ফিটনেস যে আগের মতিই আছে সেটারই প্রমান দিলেন বিপ টেস্টে।
এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের ফিটনেস নিয়ে কৌতুহল ছিলো ক্রিকেট প্রেমিদের। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও ফিটনেসের দিকে নজর ঠিকই ছিল সাকিবের।বিপ টেস্টে তা প্রমাণ করে দিলেন সাকিব।
Categories:খেলা
Tags:
- « এক দিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে।
- জিয়াউল ফারুক অপূর্ব সুস্থ হয়ে আজ দুপুরে হাসপাতাল ছেড়েছেন। »