বিগ বস সিজন ১৩ রিয়েলিটি শো – ২০২০,চ্যাম্পিয়ন হলো অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

বিগ বস হলো বিশাল বাজেটের ভারতীয় একটি রিয়েলিটি শো। আজ বিগ বস সিজন- ১৩ এর ফাইনাল উত্তেজনার মধ্যে শেষ হলো। এতে
বিগ বস সিজন ১৩ রিয়েলিটি শো – ২০২০,
চ্যাম্পিয়ন হলো অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।
অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন ভারতের বিখ্যাত অভিনেতা সালমান খান। তিনি এবার নিয়ে পঞ্চম বারের উপস্থাপনা করছেন এই শো। বিগ বসের সিজন – প্রতিযোগী কে হবেন, তা নিয়ে প্রতি বছরই জল্পনা তুঙ্গে ওঠে দর্শকদের মধ্যে। তবে এবারে জানা গিয়েছিলো এবছরের সিজনে চমক রয়েছে । যেহেতু গত সিজনে বিগ বস তেমন টিআরপি পায়নি তাই এই বছর ভিন্ন ভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। সবকিছু চাপিয়ে চ্যাম্পিয়ন হলো অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।
এবছরে বিগবসের আসরে ২৩ জন অতিথির একটি তালিকা তৈরি করা হয়েছে তার মধ্য অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে, অভিনেত্রী মহিমা চৌধুরী, টেলি তারকা মেঘনা মালিক, মিঠুন পুত্র অভিনেতা মহাক্ষয় চক্রবর্তী, সিআইডি খ্যাত দয়ানন্দ শেট্টি, ফাইজি বু, ফ্যাশন ডিজাইনার ঋতু বেরী, গায়িকা সোনাল চৌহান, গায়ক ফাজিলপুরিয়া রাহুল যাদব, অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, অভিনেত্রী জারিন খান, বাঙলার জিৎ, অভিনেতা চাঙ্কি পাণ্ডে, রাজপাল যাদব, মডেল ওয়ারিনা হুসেন, বিতর্কিত চরিত্র মাহিকা শর্মা, পর্নস্টার ড্যানি ডি, এবং বর্ষীয়ান নেতা রামবিলাস পাসওয়ানের সাংসদ পুত্র চিরাগ পাসওয়ান। এছাড়াও বিগ বস সিজন-১৩ তে যেসব প্রতিযোগীদের নামের তালিকা করা ছিল তাদের মধ্যে রেশমী দেশাই, সিদ্ধার্থ শুক্লা, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবড়া, আবু মালিক, ওয়াজিদ খান, কোয়েনা মিত্র, অশ্বিনী কওল, দেবলীনা ভট্টাচার্য,আরতি সিং, ও দলজিৎ কউর। যদিও প্রতি বছর বিগ বস নিয়ে অনেক সমালোচনার খবরো বের হয়। তবে এই সকল সমালোচনায় বিগ বস প্রযোজোক কান দিতে নারাজ।বিগ বসের বর্তমান পর্ব গুলোতে প্রতিযোগীদের মধ্যে এতোটাই সাহসীকতা চলে এসেছে যে সেখানে ঝগড়া ও একে অপরের সঙ্গে মারপিটের ঘটনা প্রায় নিত্যদিনের রুটিন হয়ে উঠেছে। এই পরিস্থিতি সামলে নিতে মধুরিমা তুলিকে বিগ বস ছাড়তে বললেন সালমান। সব কিছু মিলিয়ে আলোচনায় আর সমালোচনায় চলছে এবারের বিগ বস রিয়েলিটি শো। বাংলাদেশের তরুণীদের মধ্যে এটি একটি প্রিয় রিয়েলিটি শো। অনেকে শেহনাজ চ্যাম্পিয়ন বা বিগ বস না হওয়াতে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ১৬-০২-২০২০ ইং।
- « চট্টগ্রাম সিটি নির্বাচনে টিকিট পেলেন এম রেজাউল করিম চৌধুরী
- ব্যাংকস্টাউনে হয়ে গেলো ভালবাসার বাংলাদেশ মেলা »